Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ৮২ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬

বাংলাদেশ পুলিশ

ঢাকা: পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানের সইসহ এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। এরমধ্যে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার রয়েছেন।

বিজ্ঞাপন

ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আব্দুল আলিম মাহমুদ, ডিআইজি মোস্তাক আহমেদ খান, ডিআইজি ইলিয়াস শরীফ, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, নাবিদ কামাল শৈবাল, মাসুদ আহাম্মদ, মারুফ হোসেন সরদার, মোহাম্মদ ইব্রাহীম খান, বিজয় বসাক, মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, জয়দেব চৌধুরী, শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নুরে আলম মিনা, এস এম জাহাঙ্গীর আলম সরকারসহ ৮২ জন কর্মকর্তা রয়েছেন।

সারাবাংলা/ইউজে/এমপি

ওএসডি বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর