ইতিহাস গড়ে জাদরানের সেঞ্চুরি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭
ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। বাঁচা মরার ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষেও নতুন রেকর্ড গড়লেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। ইংলিশদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে আফগানদের পক্ষে তিন অংক ছোঁয়া প্রথম ক্রিকেটার হলেন তিনি।
লাহোরে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। শুরুতেই তিন উইকেট হারানো দলকে পথ দেখিয়েছেন জাদরান। অধিনায়ক শহিদিকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন। দুইজন গড়েন ১০৩ রানের জুটি। শহিদি ৪০ রানে ফিরলেও জাদরান ক্রিজে অবিচল থেকে ইংলিশ বোলারদের বিপক্ষে লড়ে গেছেন।
ইনিংসের ৩৭ তম ওভারে নিজের সেঞ্চুরি পান জাদরান। ১০৬ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আইসিসি ওয়ানডে ইভেন্টে আফগানদের হয়ে এটি দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত জাদরান ফিরেছেন ১৭৭ রানে।
জাদরানের এই সেঞ্চুরিতে এবারের আসরে সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১০। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক আসরে এটাই সর্বোচ্চ সেঞ্চুরি।
এই আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি পেয়েছিল ৬টি দেশের ব্যাটাররা। ৭ম দেশ হিসেবে সেঞ্চুরির দেখা পেল আফগানরা। এখনো সেঞ্চুরি পাননি কোনো পাকিস্তানি ব্যাটার।