Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ-ছিনতাই-খুনের বিরুদ্ধে রাবিতে প্রতিবাদ

রাবি করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

রাবিতে মানবন্ধন

রাবি: সারাদেশে খুন, ধর্ষণ, ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খেলোয়াড়বৃন্দ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহিম তামান্না বলেন, ‘হাজারো ঘটনার মধ্যে শুধুমাত্র গুটিকয়েক ঘটনা আমাদের সামনে আসে। এমনকি বর্তমানে নারীদের দিনের বেলায় বের হওয়াটাও ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে। সরকারের কাছে অনুরোধ যারা ধর্ষণের মত ন্যক্কারজনক কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের প্রকাশ্যে শাস্তি দিয়ে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।’

বিজ্ঞাপন

প্রাণিবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকিয়া ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ চলাচলের কারণে আমরা ক্লাস শেষে হলে যেতেও ভয় পাচ্ছি। আমরা নানা ধরণের হেনস্থা, বঞ্চনার শিকার হয়েও সম্মানহানির ভয়ে প্রতিবাদ করতে পারি না। এ ক্ষেত্রে আমাদের সবার প্রতিবাদ করা উচিত। এছাড়া দেশের নানাকম অরাজকতার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান এ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম বলেন, ‘আজকে আমার ছাত্রীদের বোধদয়কে আমি স্বাগত জানাই। আমি চাই আমার শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে।’

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে সারাদেশে ক্রমবর্ধমান অরাজকতার ঘটনায় প্রতিবাদ করে আসছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

সারাবাংলা/এসআর

মানববন্ধন রাবি রাবিতে প্রতিবাদ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর