Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ রোজার মধ্যে সড়কের সংস্কার শেষ করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২০:৫৩ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২২:২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা। ছবি: সারাবাংলা

ঢাকা: ১৫ রোজার মধ্যে দেশের সড়ক সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঈদে দেড় কোটি মানুষ বাড়ি যাবেন উল্লেখ করে তিনি বলেছেন, এই যাত্রার আগে রাস্তা সংস্কার করার একটা বিষয় থাকে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করেছি। আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সড়ক উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, গাবতলী ও সায়দাবাদ টার্মিনাল এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে এবং সেগুলো মনিটরিং করা হবে।’ এবার ঈদ যাত্রায় সড়কে যানজট কম হবে জানিয়ে তিনি বলেন, ‘অনেক ছুটি আছে। মানুষ ধাপে ধাপে যেতে পারবে। এ ছাড়া, মোটরসাইকেল নসিমন-করিমন এগুলো মহাসড়কের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

রাস্তার পাশে হাট-বাজার ঈদের আগে যেন না বসে সে জিনিসগুলো খেয়াল রাখতে সংশ্লিষ্টদের দিক নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘ঢাকা বাইপাসের কাজ চলছে। এটা ঈদের আগে সাময়িকভাবে খুলে দেওয়া হবে, যাতে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে। বিআরটি করিডোর ঈদের আগে একমুখী চলাচল করে দেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানোর কথাও বলেন সড়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘এই অতিরিক্ত পুলিশ মহাসড়কে টহল দেবে। যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে। সেজন্য রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।’

বিজ্ঞাপন

ঈদের শেষের দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কেন? এমন প্রশ্নের জবাবে সড়ক উপদেষ্টা বলেন, ‘সড়ক ও রেলপথ মন্ত্রণালয় থেকে টিম থাকবে। তারা নিজে এসব জায়গা পরিদর্শন করবে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয় এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।’

মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে কেন?- এর জবাবে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘সড়কপথে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। এ রকম তথ্য পেলে, আমাদের কাছে দিলে, আমরা ব্যবস্থা নেব।’

সারাবাংলা/জেআর/পিটিএম

১৫ রোজা সড়ক সংস্কার

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর