Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:৫০

মো. আব্দুল হান্নান

নাটোর: নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক ও রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের অক্টোবরে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিনগ্রাম বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের ৯ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিছুর রহমান। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ নাটোর সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর