Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ২৫০ কুরআন হাফেজকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৭:৩৬

একজন হাফেজের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে।

নওগাঁ: জেলার বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদের হাতে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়তের সেক্রেটারি এডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবর্ধনা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছেন তারা।

সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, ‘হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতোজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এটি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছেন কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, ‘আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা, কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকেন যার জন্য আজকের এ আয়োজন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

কুরআন হাফেজদের সংবর্ধনা ছাত্রশিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর