Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ রোজার মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি স্কপের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:০৫

ঢাকা: আগামী বিশ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবশে স্কপ নেতারা এ দাবি জানান। সমাবেশ শেষে মিছিল বের করা হয়।

সমাবেশে নেতারা বলেন, যে শ্রমিকরা উৎপাদনের চাকা ঘুরিয়ে অর্থনীতি সচল রাখার ফলে দেশের সরকারি চাকরিজীবীরা ১ মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস এবং মার্চের পূর্ণ বেতন পাবেন, সেই শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে না খেয়ে মরবে, বাঁচার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে- এমন পরিস্থিতি যাতে না হয় সরকারকে সে বিষয়ে এখন থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস না দিলে অথবা কোনোভাবে দমন-নির্যাতন করা হলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নির্যাতিত শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তার ফলে কোনো ধরনের ক্ষতি হলে এর সমস্ত কিছুর দায় সরকার ও মালিকদেরকেই নিতে হবে।

সমাবেশে স্কপের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের শ্রমিক জোটের সভাপতি আ. কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ-এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর