Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:৩৯

ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ

বগুড়া: দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণসহ নারী নিপীড়ন, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে শিবগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মীর মুগ্ধ স্কয়ারে সমাবেশে মিলিত হয়।

শিক্ষার্থী সুমাইয়া মুস্তাকিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন— সাব্বির খান, সিহাব, সাহেদ, জাহাঙ্গীর, তোহা, মহান, ফাহিম, সিহাব, মলি, হৃদয়, তারাজুল, মাসুদ, জেরিন ও নুরনবীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা ধর্ষণের সংখ্যা বাড়ার আগে ধর্ষকের ফাঁসি ও সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের নিকট দাবি জানান।

সারাবাংলা/এসআর

ধর্ষণ বিরোধী বিক্ষোভ বগুড়া সারবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর