Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবস উপলক্ষে
চলছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

সারাবাংলা ডেস্ক
১৬ মার্চ ২০২৫ ১৮:০৫

দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্যরা।

এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’। এটি আয়োজন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ও বাংলাদেশ দাবা ফেডারেশন।

শনিবার (১৫ মার্চ) দুপুর হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

প্রতিযগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এছাড়াও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু)। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মো. আরিফুজ্জামান আরিফ।

আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, সেখ নাসির আহমেদ, মোহাম্মদ জাভেদ, খন্দকার আমিনুল ইসলাম, মেহেদী হাসান পরাগ, মো. শরীফ হোসেন ও মো. সায়েফ উদ্দীন, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজেদুল হক, মো. আবজিদ রহমান, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মাহতাবউদ্দিন আহমেদ, সোহেল চৌধুরী ও মো. জামাল উদ্দিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ওয়ারসিয়া খুশবু এবং নীলাভা চৌধুরীসহ মোট ১৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

নয় দিনব্যাপী এ প্রতিযোগিতার খেলা নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা ও ওয়ালটনের পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) দুপুর ২টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়।

সারাবাংলা/এসডব্লিউ

ওয়ালটন দাবা প্রতিযোগিতা স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর