Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও শিশু বলাৎকা‌র, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৯:১০ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:৩৭

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও শিশু বলৎকা‌রের ঘটনায় গ্রেফতারকৃত দুই যুবক ২

ভোলা: ভোলার চরফ‌্যাশ‌নের ঢালচ‌রে তরুণী‌কে দলবদ্ধ ধর্ষণ ও প‌র্নোগ্রা‌ফি মামলার আসামি মো. ইসলাম ও চরফ‌্যাশনে শিশু বলাৎকা‌র মামলায় মো. তালহা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (১৬ মার্চ) দুপুর ২ টার দিকে ভোলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে অতিরিক্ত পু‌লিশ সুপার মো. আসাদুজ্জান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে দ‌ক্ষিণ আইচা থানার পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে চট্টগ্রা‌মের চানগাঁ এলাকা থে‌কে ইসলাম ও শনিবার রা‌তে চরফ‌্যাশন থানার পু‌লিশ চরফ‌্যাশন পৌর শরীফ পাড়া থে‌কে মো. তালহা‌কে গ্রেফতার ক‌রে।

গ্রেফতার ইসলাম ভোলার চরফ‌্যাশন উপজেলার দ‌ক্ষিণ আইচা থানা এলাকার ঢালচর ইউনিয়‌নের ৯ নম্বর ওয়া‌র্ডের ‌সো‌লেমানের ছে‌লে ও মো. তালহা চরফ‌্যাশন পৌর শরীফ পাড়া এলাকার মো. মোস্তাকুর রহিমের ছে‌লে।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ২০২৪ সা‌লে ৬ মার্চ রাতে ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার দ‌ক্ষিণ আইচার ঢালচর ইউনিয়‌নে এক তরুণী‌কে দলবদ্ধ ধর্ষণ করে ভি‌ডিও ধারণ ক‌রা হয়। এ ঘটনার মামলায় ইসলামকে গ্রেফতার করা হয়।

অপর‌দি‌কে, শুক্রবার সন্ধ্যায় পাঞ্জাবী পরা যুবক মো. তালহা এক শিশুকে ঘুর‌তে নি‌য়ে যাওয়ার কথা ব‌লে ‌মোটরসাইকে‌লে উঠায়। কিছু সময় ঘু‌ড়ি‌য়ে সে চরফ‌্যাশন পৌর শহ‌রের ক‌লেজ রো‌ডের খাসমহল মস‌জি‌দের তৃতীয় তলায় উঠি‌য়ে বলাৎকার ক‌রে। এ ঘটনায় শিশু‌র বাবা  মামলা ক‌রেন। ওই মামলায় তালহা‌কে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পু‌লিশ সুপার মো. আসাদুজ্জান ব‌লেন, গ্রেফতার হওয়া দুই আসামি প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে দায় স্বীকার ক‌রেছে। ত‌া‌দের আদাল‌তে প্রেরণ ক‌রে রিমা‌ন্ডের আবেদন করা হ‌বে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

গ্রেফতার তরুণীকে দলবদ্ধ ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ ধর্ষণ বলাৎকার ভোলা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর