Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব— সাজ্জাদের স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:০৫

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন তার স্ত্রী তামান্না শারমিন। ভিডিওতে শারমিন বলেন, আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।

রোববার (১৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এ বক্তব্য দেন। এরপর সেটা ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে তামান্না শারমিন বলেন, ‘আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেফতার হয়েছে, এতে উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেফতার হবেই। এতে টেনশন, দুঃখ ও কান্না করার কিছু নেই। আপনারা যারা ভাবতেছেন, আমার স্বামী গ্রেফতার হয়েছে, আর কোনো দিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা।’

বিজ্ঞাপন

১০ থেকে থেকে ১২ দিনের মধ্যে শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে জামিনে মুক্ত করে আনবেন জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিন বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে ফিরে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা। শেষ করবো আমরা। যারা সাজ্জাদের সাপোর্টার আছো, সবাই দোয়া করবে। যাতে ১০-১২ দিনের মধ্যে আমার জামাইয়ের জামিন করাতে পারি।’

এর আগে, শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে নগরীর চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় আদালতে হাজির করলে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

কাড়ি কাড়ি টাকা সন্ত্রাসী সাজ্জাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর