রংপুর পলিটেকনিক অ্যালামনাইয়ের ইফতার অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২১:২৯
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর গ্রান্স প্রিন্স চাইনিজ অ্যান্ড কনভেনশন হলে আয়োজনটি হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানেভ আরও অংশ নেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, খ্যাতনামা প্রকৌশলী ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা। অংশগ্রহণকারীরা স্মৃতিচারণের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান বলেন, ‘এই আয়োজন পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করতে সহায়ক হবে।’ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপ (RPI Alumni Association – RPIAA, Rangpur) ও ওয়েবসাইট (www.rpiaa-rangpur.org) এর মাধ্যমে সদস্য নিবন্ধন ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সারাবাংলা/এজেডএস