কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন জুরাছড়ির কাবাডি দলকে সংবর্ধনা
১৬ মার্চ ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:৫১
রাঙ্গামাটি: ‘তারুণ্য উৎসবে’ কাবাডি খেলায় জাতীয় চ্যাম্পিয়ন রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার কাবাডি দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৬ মার্চ) বিকালে জুরাছড়ি উপজেলার ‘অদ্বিতীয় দুই’ যক্ষা বাজার সেনা ক্যাম্পে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান নারী কাবাডি দলের সদস্য, কোচ ও শিক্ষকদের ক্রেস্ট, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে অতীতের মতো দেশের গৌরব বয়ে আনছে।’
অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, উপজেলা প্রকৌশলী প্রনব রায় চৌধুরী, ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, ক্রীড়া শিক্ষক শান্তিময় চাকমাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘তারুণ্য উৎসবে’ অনুর্ধ ১৮ কাবাডিতে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটির জুরাছড়ির ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া) শান্তিময় চাকমার প্রচেষ্টায় এ পর্যন্ত কাবাডিতে ৫ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে জুরাছড়ি উপজেলার এ বিদ্যালয়টি। জেলার দুর্গম জুরাছড়ি উপজেলার এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রাখছে সাফল্য।
সারাবাংলা/এসআর
কাবাডি কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন জুরাছড়ি তারুণ্য উৎসব রাঙ্গামাটি সংবর্ধনা সেনাবাহিনী