রাজশাহীতে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরিয়ে দিল এলাকাবাসী
১৬ মার্চ ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:৩০
রাজশাহী: রাজশাহীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এনামুল হককে (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
রোববার (১৬ মার্চ) অভিযুক্তকে এনামুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা মামলা করেছেন।
গ্রেফতার এনামুল হক রাজশাহীর কাটাখালী পৌর কাপাশিয়া তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। এনামুল নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বৌ বাজার হাদির মোড় এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর পরিবারও একই এলাকার ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হাসান জানান, শনিবার বিকেলে বাড়িতেই একাই ছিল ওই শিশু। এ সময় এনামুল হক তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুর চিৎকারে লোকজন এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ওসি জানান, এ ব্যাপারে রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর