Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস আহরণে শ্রীংলকার সহযোগিতা চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ২০:২৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২১:৪৯

সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: গভীর সমুদ্রে মৎস আহরণ এবং পর্যটন খাতের উন্নয়নে শ্রীংলকার সহযোগিতা চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি তাসকীন আহমেদ।

রোববার (১৬ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডিসিসিআই সভাপতি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিবছর প্রায় ৯.৫ শতাংশ হারে বাড়ছে।’

তিনি বলেন, ‘আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুদ শিল্প খাতে শ্রীলংকার বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে প্রায় ৪২৮.৫৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে, এছাড়াও কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ শিল্প, স্বাস্থ্য সেবা, পর্যটন, তথ্য-প্রযুক্তি এবং এফএমসিজি প্রভৃতি খাতে আরও শ্রীলংকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে গভীর সমুদ্রে মৎস আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।’

বৈঠককালে শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি জানান, তার দেশের সিনথেটিক ফেব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী, সেই সঙ্গে স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্য-প্রযুক্তি, শিক্ষা এবং ওষুধ শিল্পে দুদেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যেক্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শ্রীলংকা ইতোমধ্যে বেশকয়েকটি দেশের সঙ্গে পিটিএ সই করেছে এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের অধিকতর সম্প্রসারণে অতিদ্রুত পিটিএ সইয়ের কোন বিকল্প নেই।’

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং শ্রীলংকার দূতাবাসের কনস্যুলর (কমার্শিয়াল) শ্রীমালি জয়ারত্নে এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

গভীর সমুদ্রে মৎস আহরণ ডিসিসিআই পর্যটন খাতের উন্নয়ন শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর