Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৭:১৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ১৬:৫৬

মীরা রানী ভৌমিক

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীরা রানী ভৌমিক (৪৫) খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, ‘স্কুল থেকে বাসায় যাওয়ার জন্য ওই শিক্ষিকা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঢাকামুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ওই শিক্ষিকাসহ দুই পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়। আহত দুই পথচারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।’

সারাবাংলা/আইসি/ইআ

কাভার্ড ভ্যানের ধাক্কা নিহত মীরা রানী ভৌমিকে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

শিশুশ্রম: এক নির্মম বাস্তবতা
২৩ এপ্রিল ২০২৫ ১৯:৩২

আরো

সম্পর্কিত খবর