Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্ব
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৯:৫৬

মেসি-নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের বাকি আর অল্প কয়দিন। বাছাইপর্বের শেষভাগের লড়াইয়ে ব্যস্ত লাতিন আমেরিকার দলগুলো। পরবর্তী রাউন্ডের ম্যাচ খেলতে আগামী এক সপ্তাহে দুইবার মাঠে নামবে দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। চলুন দেখে নেওয়া যাক নিজ নিজ ম্যাচে কবে, কখন, কোথায় মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল।

লাতিন অঞ্চলের বাছাইপর্বের ১৮ ম্যাচের মধ্যে ১২টি ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাছাইপর্বের পরের দুই ম্যাচে অবশ্য ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মেসি।

বিজ্ঞাপন

আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে।

বাছাইপর্বে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ৫ম স্থানে আছে সেলেসাওরা। এই দুই ম্যাচ দিয়ে নেইমারের ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে মেসির মতো ছিটকে গেছেন তিনিও।

আগামী ২১ মার্চ মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৬.৪৫ মিনিটে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাররা। ম্যাচটি হবে ব্রাসিয়লিয়াতে।

আগামী ২৬ মার্চ সকালে পুরো ফুটবল বিশ্বের নজর থাকবে টিভির পর্দায়। সকাল ৬টায় ‘সুপার ক্লাসিকোতে’ ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা নেইমার বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর