কমলাপুর স্টেশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত
১৯ মার্চ ২০২৫ ১৫:২৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:০৬
ঢাকা: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে দুটি ক্যারেজ পরে যায়। এটি ১১টা ৩৫ মিনিটের দিকে ঘটে। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। এখন (দুপুর ১টা) সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
জানা গেছে, এ পরিস্থিতিতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। ফলে যাত্রীদের দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকতে হচ্ছে। লাইন ক্লিয়ার করার কাজ চলছে।
সারাবাংলা/জেআর/ইআ