Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষে টেকনো নিয়ে এলো দারুণ সব অফার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৬:৫২

ঢাকা: আর মাত্র কয়েকদিন পর এ দেশের মানুষ উদযাপন করবে মুসলিমদের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ। ঈদ মানেই আনন্দ, আর সে আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ঈদ উদযাপনের এই আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে, স্মার্টফোন উদ্ভাবনে গ্লোবাল শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো আকর্ষণীয় ঈদ অফার নিয়ে এসেছে। এই ঈদে টেকনো’র বেশ কিছু স্মার্টফোন অবিশ্বাস্য মূল্যে পাওয়া যাবে। এছাড়া, ফোন কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার। বুধবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।

বিজ্ঞাপন

টেকনো’র ক্যামন এবং স্পার্ক সিরিজ ইতোমধ্যে এর সেরা দামে সেরা ফিচার ও ডিউরেবিলিটি দিয়ে গ্রাহকদের মধ্যে সুনাম অর্জন করেছে। বিশেষ করে, এই ব্র্যান্ডের ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলো বেশ জনপ্রিয়।

টেকনো’র সঙ্গে ‘ঈদের খুশি জমবে বেশি’ ট্যাগলাইনে আসন্ন ঈদ উপলক্ষে এই ফোনগুলোর যেকোনো একটি ফোন ক্রয় করলেই পাওয়া যাবে আকর্ষনীয় উপহার। এর মধ্যে থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ।

৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। উল্লেখ্য, একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।

উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এরপর, ‘TECNO<space>IMEI1<space>Retail Code’ (টেকনো<স্পেস<আইএমইআই১<স্পেস<রিটেইল কোড) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে অবহিত করা হবে। অফারটি পেতে বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন। এই ঈদকে আনন্দময় ও স্মরণীয় করে রাখতে এখনই আপনার নিকটস্থ টেকনো আউটলেট ভিজিট করতে পারেন।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

ঈদ অফার টেকনো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর