Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দক্ষ রাষ্ট্র উপহার দেবে: সেলিম উদ্দিন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২৩:৫৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৫৯

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত ইফতার মাহফিল

সিলেট: জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে একটি দুর্নীতিমুক্ত দক্ষ রাষ্ট্র উপহার দেবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (১৯ মার্চ) সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে তার সৌজন্যে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার দেড় শতাধিক সাংবাদিকের সম্মানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, সুবিচার প্রতিষ্ঠা করতে হলে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়। জামায়াতে ইসলামী তাকওয়ার ভিত্তিতে দল পরিচালনা করার চেষ্টা করছে। তাই জামায়াতের নেতৃবৃন্দ যখন মন্ত্রী ছিলেন তাদের কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। আগামীতে যদি জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে একটি দুর্নীতিমুক্ত দক্ষ রাষ্ট্র উপহার দেবে। তিনি এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবকে সফল করতে হলে আগামী দিনে এমন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে যারা নৈতিকতায় উত্তীর্ণ এবং রাষ্ট্রক্ষমতা পরিচালনার যোগ্য।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সেক্রেটারি হাফিজ নজমুল ইসলামের সভাপতিত্বে এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় সেলিম উদ্দিন সিলেটের রাজনীতির সোনালী অতীত তুলে ধরে বলেন, এক সময় জাতীয় রাজনীতিতে সিলেটিরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তারা অনেকেই ছিলেন জাতীয় নেতা। জাতীয় পর্যায়ে নেতৃত্ব না পৌঁছালে এলাকার জন্য অনেক কিছু করার সুযোগ থাকে না। বর্তমানে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সিলেটি নেতাদের অনেক অভাব।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর আমির সিলেটের কৃতী সন্তান ডা. শফিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়েরের কথা উল্লেখ করেন। তিনি বলেন বলেন, জামায়াতে ইসলামীতে কেন্দ্রীয়ভাবে সিলেটি নেতৃত্ব ভূমিকা রাখছেন। এতে জাতীয় পর্যায়ে সিলেটের কথা তাদের মাধ্যমে যেতে পারছে।

এ সময় তিনি অন্যান্য দলের প্রতিও জাতীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, জাতীয় নেতৃত্ব যে দলেরই থাকুক তিনি এলাকার সম্পদ বলে অভিহিত হোন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত এর ব্যুরো চীফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন – ইমজা সেক্রেটারী সাকিব আহমদ মিঠু প্রমুখ।

এ ছাড়া এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাক এর চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চীফ হুমায়ুন রশীদ চৌধুরী, বাংলাদেশ বেতারের সিলেট মহানগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক নিউনেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, সিনিয়র সাংবাদিক নাজমুল হক পাবেল, দেশ টিভির সিলেট ব্যুরো চীফ খালেদ আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, দৈনিক সমকাল এর সিলেট প্রতিনিধি
ফয়সল আহমদ বাবলু, দৈনিক সংবাদ এর সিলেট প্রতিনিধি আকাশ চৌধুরী, সারাবাংলার সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, বাসস এর জেলা সংবাদদাতা শোয়াইবুল ইসলাম, একাত্তর টিভির সিলেট ব্যুরো চীফ আবদুল মুহিত দিদার, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, দৈনিক নয়াদিগন্ত এর বিয়ানীবাজার সংবাদদাতা তোফায়েল আহমেদ, দৈনিক নয়াদিগন্ত এর মাল্টিমিডিয়া সংবাদদাতা মহসিন রনি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী, ক্যাম্পাস নিউজ ডটকম এর সিলেট প্রতিনিধি ডিএইচ মান্না, নয়া দিগন্ত এর ওসমানীনগর সংবাদদাতা মুহিব হাসানসহ প্রিন্ট মিডিয়া, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দেড়শো সাংবাদিক।

সারাবাংলা/এইচআই

জামায়াতে ইসলামী সিলেট সেলিম উদ্দিন