Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ আর কোনো গণহত্যাকারীকে পুনর্বাসিত হতে দিতে পারে না: আকতার

ঢাবি করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:১৮

ঢাবি: বাংলাদেশের মানুষ আর কোনো গণহত্যাকারী সংগঠনকে (আওয়ামী লীগ) পুনর্বাসিত হতে দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন।

শনিবার (২২ মার্চ) বিকাল ৫ টায় শহিদ মিনারে গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মানববন্ধনে এ মন্তব্য করেন। এর আগে শাহবাগে তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শাহবাগ থেকে মিছিল নিয়ে শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ করেন।

এ সময় ‘দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক’, ‘দফা এক দাবি এক, যুবলীগ নট কাম ব্যাক’, ‘বিচার বিচার বিচার চাই, খুনী হাসিনার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে আকতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো গণহত্যাকারীকে পুনর্বাসিত হতে দিতে পারি না। বাংলাদেশ যে মানবতাবিরোধী শক্তি ও তার অঙ্গসংগঠন নিয়ে যে গণহত্যা চালিয়েছে তার বিচারকালীন তাদের কোনো কার্যক্রম চলবে না। ৫ আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছে। তাই, আওয়ামী লীগেকে পুনর্বাসনের চেষ্টা করলে বাংলাদেশের ছাত্রজনতা তাদের রুখে দিবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষ প্রশ্ন রাখতে চাই, মানবাধিকার কমিশনের রিপোর্টের পরেও কেন খুনী হাসিনার ও তার সংগঠনের বিচার হয়নি। অতিদ্রুত খুনী আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে ও খুনী হাসিনার নামে আর কোনো রাজনীতি আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আমরা লাখ লাখ ভাইয়েরা প্রস্তুত আছি, দরকার পড়লে আবার রক্ত দিব; আওয়ামী লীগের রাজনীতি আমরা করতে দিব না।

বিজ্ঞাপন

শাহবাগে মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার বলেন, আমরা এখনো জুলাইকে ভুলে যায় নাই। তবে আওয়ামী লীগ নামের দলকে ভুলে গিয়েছি। তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিছে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আমরা দেখেছি বিডিআরদের হত্যা করতে, শাপলা চত্ত্বতরে গণমানুষকে হত্যা করতে। আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে হবে না।

সারাবাংলা/এআইএন/এইচআই

জাতীয় নাগরিক পার্টি সচিব আকতার হোসেন

বিজ্ঞাপন

বহুগুণে গুণান্বিতা
২৩ মার্চ ২০২৫ ১৩:৪০

আজ বায়ু দূষণে ৩ নম্বরে ঢাকা
২৩ মার্চ ২০২৫ ১৩:২৫

আরো

সম্পর্কিত খবর