কোস্টগার্ড-র্যাব’র যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ ৫ জন আটক
২৬ মার্চ ২০২৫ ১৪:০০
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র্যাবে’র যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার তাদের আটক করা হয়।
আটকরা হলেন- এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মো. তুহা (২৫), আজিজুল্লাহ (২২) ও আব্দুল হামিদ (২৫)। তারা সবাই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব ১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকৃত একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবাসহ পাঁজজনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারবাংলা/এসআর
আটক ইয়াবাসহ আটক কক্সবাজার কোস্টগার্ড টেকনাফ র্যাবে’র যৌথ অভিযান