ঈদ কেনাকাটায় শেষ মুহূর্তে জুতার দোকানে ভিড়
৩০ মার্চ ২০২৫ ১২:১৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৩:৫৯
ঢাকা: ঈদ মানে শুধু পোশাক কেনাকাটাই নয় পোশাকের সঙ্গে মিল রেখে চাই মানানসই জুতা। এরমধ্যে প্রতিবার ঈদের আগে নতুন নতুন ফ্যাশনের আধুনিক ডিজাইনের জুতাও আসে বাজারে। আর তাই এবার ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে জুতার দোকানগুলোতে জমে ওঠেছে বেচাকেনা।
ছেলেদের মধ্যে কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে নতুন স্যান্ডেল জুতা কিনেন। কেউ আবার পাঞ্জাবি ও শার্টের সঙ্গে মানানসই জুতো কিনতে পছন্দ করেন।
রাজধানীর মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের চাহিদা, পছন্দ আর সাধ্যের কথা মাথায় রেখে হাল ফ্যাশনের দেশি-বিদেশি নান্দনিক ডিজাইনের জুতা তৈরি করেছে উৎপাদন প্রতিষ্ঠানগুলো।
চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
রাজধানীর মালিবাগ থেকে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসনাত জাহিন সারাবাংলাকে বলেন, আসলে অনেক গরম পড়ে গেছে। এ সময় স্নিকার বা কেডস্ জুতো পড়া অসস্তিকর হবে। কারণ প্রচুর গরম। আর যেহেতু ঈদ উপলক্ষ্যে পাঞ্জাবি কিনেছি। আবার সামনে বৈশাখও আছে। দুটো উৎসবকে চিন্তা করেই আমি চামড়ার তৈরি ফিতা স্যান্ডেল নেব। এবার ভালো ও আধুনিক কিছু ডিজাইন দেখেছি। ভালো লেগেছে। পছন্দ করে বাজেট অনুযায়ী পেলে নিয়ে নেব।
প্রতি ঈদেই নতুন ডিজাইনের জুতা নিয়ে আসে বিভিন্ন ব্র্যান্ড ও জুতার ব্যবসায়ীরা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। বাটা, এপেক্স, ভাইব্রেন্টসহ বিভিন্ন ব্র্যান্ড পুরুষদের জন্য ড্রেস শু, মোকাসিন, লোফার, সামার স্যান্ডেল, হাফ লোফারসহ বেশ কিছু কালেকশন এনেছে। এছাড়াও নতুন কিছু ব্রান্ডও দেখা গেল। নতুন ব্র্যান্ড হলেও, ক্রেতারা কিনছেন।
স্মার্ট ওয়াক নামে এক প্রতিষ্ঠানের ব্যবসায়ী সারাবাংলাকে বলেন, আমাদের ব্রান্ডটা খুব বেশি দিনের নয়। অনেকেই বাটা আর অ্যাপেক্স ছাড়া অন্য কিছুতে যায় না। তবুও আমি ব্যবসা ভালো করেছি। ঈদ উপলক্ষ্যে আমাদের এখানে লটারির ব্যবস্থা রেখেছি। বেচাবিক্রি মোটামুটি ভালো হয়েছে।
জিসান হক নামের একজন প্রকৌশলী বলেন, ব্রান্ডের জুতার দোকানে আগে দেখি। পছন্দ হলেতো হলোই। পাশপাশি নতুন ব্যান্ডগুলোতেও যাই। সেখানেও ভালো কিছু প্রডাক্ট পাওয়া যায়। একজোড়া জুতো পড়ে তো সারাজীবন কাটাবো না। তাই নতুন ব্রান্ডের ডিজাইন করা জুতাও পড়ে দেখি কেমন লাগে।
জুতা বাজারের জন্য এলিফ্যান্ট রোড, পলওয়েল মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট ও বসুন্ধরা সিটি এবং যমুনা শপিং মলের বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের দোকানগুলোই ক্রেতাদের কাছে প্রিয়।
নারীদের জন্যও চলছে হাল ফ্যাশনের বিভিন্ন ডিজাইনের জুতা। স্যান্ডেল, পামসু, হিল জুতার। একটু উঁচু বুট সু। এ ছাড়াও ফতুয়া বা টি-শার্টের সঙ্গে ফ্যাশন করে অনেকে স্নিকার্স এবং কেডস জুতা কিনেন। সেগুলোর মধ্যেও নতুন নতুন ডিজাইনের জুতা এসেছে।
বিক্রেতারা জানান, রমজানের শেষ ১০ দিনেই মূলত জুতা বিক্রি হয়। সে হিসেবে, বিক্রি ভালোই চলছে।
সারাবাংলা/এফএন/ইআ