ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার কৈলাসপুর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সাকিব খান নামের এক মুসলিম কর্মীকে বরখাস্ত করেছে ওই রাজ্যের বিদ্যুৎ বিভাগ। তাকে বরখাস্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঈদের নামাজ শেষে তিনি ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার বলেন, ‘ঈদের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং ছবি পোস্ট করাকে দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই চুক্তি সংস্থাকে চিঠি দিয়ে অবিলম্বে সাকিব খানকে চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়।’
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে, আরও আটজনের বিরুদ্ধেও তদন্ত চলছে, যারা ওই দিন ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
৩১ মার্চ ঈদের দিনে সাহারানপুর শহরের আমবালা রোড ঈদগাহে নামাজের পর কয়েকজন যুবক পতাকা ওড়ান এবং স্লোগান দেন, যা পুলিশ দ্রুত সরিয়ে নেয়। শহরের পুলিশ সুপার (সিটি) ব্যোম বিন্দাল জানান, ‘ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটছে। গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ।