Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে এনআইডি সেবার ভুয়া বিজ্ঞাপন, ইসির সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৮:০৭ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৯:৪০

ঢাকা: ফেসবুকসহ সামাজিকযোগাযোগ মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভুয়া বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ/ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে এনআইডি সংক্রান্ত সেবা দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটছে; যা অনাকাঙ্ক্ষিত।

প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত Bangladesh Election Commission Secretariat (পেজ লিংক http://www.facebook.com/@BangladehECS) এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক পরিচালিত National ID Card (পেজ লিংক http://www.facebook.com/bd.nid) নামে দুটি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের এ দুটি পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

সারাবাংলা/এনএল/আরএস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর