Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে পুলিশ সদস্যকে কামড়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৪:০৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:০৫

পল্লবী থানা।

ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বরের খিচুড়ি পট্টি বস্তিতে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে হ্যান্ডকাফসহ ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামির নাম বাপ্পী।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযানে যায়। খিচুড়ি পট্টি বস্তিতে বাপ্পী নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেন এবং পুলিশ সদস্যদের ওপরে হামলা করেন। এ সময় বাশার নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয়। হ্যান্ডকাফসহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন লাপাত্তা।

তিনি জানান, এই ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো হ্যান্ডকাফ উদ্ধার করা যায়নি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক বাপ্পীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

গ্রেফতার ৫ মিরপুরে আসামি ছিনতাই