সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান, আ.লীগ নেতাসহ গ্রেফতার ২
৮ এপ্রিল ২০২৫ ২১:১০
সাতক্ষীরা: সাতক্ষীরায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান ও কৃষক লীগ নেতা ইয়ারব হোসেন।
মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
প্রভাবশালী আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে মাকসুদ খান তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবির মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। আর কৃষক লীগ নেতা ইয়ারব হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার স্বাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই