বক্তৃতা নয় মোনাজাত হবে, ঢাকাবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান
১২ এপ্রিল ২০২৫ ১৫:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:৩২
ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে কারও কোনো বক্তৃতা থাকছে না। বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে রাজধানীবাসীকে রাজপথে নেমে এসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, এ কর্মসূচি থেকে কোনো বক্তৃতা দেওয়া হবে না। বিভিন্ন স্পট থেকে মিছিল এসে মিলিত হবে। ঘোষণাপত্র পাঠ করা হবে। শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আর সবাই সড়কে নেমে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করবে।
এদিকে, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।
মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, মার্চ ফর গাজা। দুপুর ৩ টা থেকে বিকেল ৪ টা। পুরো বাংলাদেশ রাস্তায় নেমে আসুন, সংহতি জানান। ঢাকাবাসী রাস্তার মেহমানদের পানি খাওয়ান। ছবি নিন, ভিডিও করুন, নিজ আইডিতে পোস্ট দিন।
সারাবাংলা/ইউজে/আরএস