Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২১:৪৩

গ্রেফতার ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ

কুষ্টিয়া: একাধিক মামলার আসামি কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে (৪৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ মরিচা ইউনিয়নের ছামসের আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোরাদুল ইসলাম সারাবাংলাকে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেয়ারম্যান জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে তার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগেরও চারটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

গণভোটের আগেই বিএনপির ‘না’ ভোট
৩০ অক্টোবর ২০২৫ ১৫:৩২

আরো