আমরা একেবারেই সন্তুষ্ট নই— প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল
১৬ এপ্রিল ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:৪৮
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা
ঢাকা: প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো ডেটলাইন না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দুপুর সাড়ে সোয়া ১২টায় শুরু হয়ে পৌনে ২টায় এ বৈঠক শেষ হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, সেখানে কিছু বিষয় আমরা তুলে ধরেছি। আপনারা জানেন- সরকারের পক্ষ থেকে যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। কয়েকদিন আগে সংস্কার কমিশনে আমাদের মতামত আমরা দিয়েছে এবং সম্ভাবত আগামীকাল আমাদের সঙ্গে বৈঠক আছে।’’
‘‘আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হবে, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার্ড করতে পারি এবং এটার ওপর ভিত্তি করে আমরা নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা করবেন, এটাই ছিল আমাদের মূল কথা’’— বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা মহোদয় নির্দিষ্ট কোনো ডেটলাই আমাদের দেন নি। তিনি বলেছেন- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান— এ কথা তিনি আবার বলেছেন।’’
তার এই বক্তব্যে আপনরা সস্তুষ্ট কিনা?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বর কাট অফ টাইম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যদি না হয়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’’
তাহলে বিএনপি এখন কী করবে?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা আবার আপনাদের সামনে আসব দলের সঙ্গে আলোচনা করে, অন্যান্য যেসব দল আছে, তাদের সঙ্গে আলোচনা করে।’’
আপনারা তো ডিসেম্বর পর্যন্ত মেনে নিয়েছিলেন, সেখান থেকে প্রধান উপদেষ্টা সরলেন কেন?— এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘‘উনি এ কথা বলেননি যে, ডিসেম্বরে হবে না। উনি নির্বাচনটাকে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত টেনে নেওয়ার কথা বলেছেন। আমরা বলেছি যে, আওয়ার কাট অফ টাইম ডিসেম্বর। এটাকে প্রলম্বিত করলে সমস্যা আরও বাড়বে।’’
সারাবাংলা/এজেড/ইআ