ফরিদপুরের চরভদ্রাসন ভূমি অফিসে দুদকের অভিযান
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ০০:২২
১৭ এপ্রিল ২০২৫ ০০:২২
ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবরেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান পরিচালিত হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা কার্যালয়ের উপপরিচালক কামরুল হাসানের নের্তৃত্বে অভিযান চলে।
কামরুল হাসান জানান, দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে আজ বিভিন্ন ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হয়। তারই আলোকে জেলা চরভদ্রাসন উপজেলার সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তার নমুনাসহ বেশ কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে ঢাকা কার্যালয়ে পাঠানো হয়।
এমন অভিযান অব্যাহত থাকার কথাও জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/এইচআই