চট্টগ্রামে ২ আধুনিক প্রকল্প নিয়ে যাত্রা শুরু করল শেলটেক
২৪ এপ্রিল ২০২৫ ২৩:৪৮
ঢাকা: বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে মানসম্পন্ন ভবন নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান শেল্টেক্ (প্রা.) লিমিটেড দুটি নতুন প্রকল্প চুক্তির মাধ্যমে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
প্রকল্প দুটি হলো- ‘শেল্টেক্ সাবের মরিয়ম স্কয়ার’-যেটি পাঁচলাইশ আবাসিক এলাকার প্লট নম্বর ৮৬-এ এবং ‘শেল্টেক্ হিল ভিউ’- যেটি দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকার ৪৪-৪৫ নম্বর প্লটে নির্মাণ হতে চলেছে।
গত ২২ এপ্রিল প্রতিষ্ঠানটি তাদের চট্টগ্রাম কার্যালয়ে প্রকল্প দুটির চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রকল্প দুটির মালিকপক্ষের সঙ্গে চুক্তি সই করেন শেল্টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন শেল্টেক্- এর নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার জনাব শাহ্জাহান, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন এবং চট্টগ্রাম অফিসের এজিএম, বিজনেস ডেভেলপমেন্ট মো. ইমাম হোসাইনসহ শেল্টেক্-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রামবাসীর জন্য আধুনিক, নিরাপদ ও নান্দনিক আবাসনের পাশাপাশি বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে শেল্টেক্। এ দুটি প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে টেকসই নির্মাণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী শেল্টেক্ কর্তৃপক্ষ। রিয়েল এস্টেট খাতে বিশ্বস্ততা ও উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে শেল্টেক্ বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্মত স্থাপনা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে প্রতিষ্ঠানটির ঢাকা এবং চট্টগ্রাম কার্যালয়ে, ‘শেল্টেক্ ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মেলা ২০২৫’- চলমান রয়েছে, যা আগামী ১৫ মে পর্যন্ত চলবে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, শুক্রবারসহ, সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থান বুকিংয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার রয়েছে।
ঢাকা কার্যালয়ের ঠিকানা: ড. তৌফিক এম. সেরাজ লাউঞ্জ, শেল্টেক্ টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা।
চট্টগ্রাম কার্যালয়ের ঠিকানা: রুবিয়া হাইটস (২য় তলা), হাউস ৭/এ/১, রোড ৩, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশী, চট্টগ্রাম।
সারাবাংলা/এইচআই