Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৫

জব্দ করা ভারতীয় পণ্য

সিলেট: সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ এপ্রিল) সকালে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমান ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, ফুচকা, শুটকি ও পানসহ ট্রাক এবং পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের অনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মো. নাজমুল হক।

সারাবাংলা/এসআর

ভারতীয় পণ্য জব্দ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর