Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎হজের ফ্লাইট শুরু মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১১:০০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১১:৪১

ফাইল ছবি

ঢাকা: আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনে ঢাকা থেকে সৌদি আরব যাবেন।

‎রোববার (২৭ এপ্রিল) ধর্মবিষয়ক উপদেষ্টার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

‎প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ওইদিন রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রীর প্রথম দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হবে।

‎হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারিভাবে ১১২ জন এবং বেসরকারিভাবে এক হাজার ৭৪৩ জন গাইড হজযাত্রীদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এ ছাড়াও ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন।

‎হাজিদের পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং নাস এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

‎জানা গেছে, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

‎উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ, যা ২০২৫ সালের ৫ জুন (চাঁদ দেখার উপর নির্ভরশীল) তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/

ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ ফ্লাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর