Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২১:০০

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে শ্রমিকদের মানববন্ধন

চুয়াডাঙ্গা: কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গা বিএডিসি’র অনিয়মিত শ্রমিকরা।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যেসব শ্রমিক বছরে ২৪০ দিন কাজ করছে তাদের নিয়মিত শ্রমিক হিসেবে নিয়োগ দিতে হবে। এ ছাড়া শ্রমিকদের স্থানীয় মজুরি ও মাসে ৩০ দিনের হাজিরা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের প্রধান সমন্বয়ক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহাবুদ্দিন ও আনারুল ইসলাম, সহ-সমন্বয়ক মুকুল হোসেন, আশাদুল হক, জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম, নূর মোহাম্মদ সরকার ও বিএডিসি মসজিদের পেশ ইমাম জিনারুল ইসলাম।

সারাবাংলা/এইচআই

৯ দাবি অনিয়মিত শ্রমিক বিএডিসি মানববন্ধন শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর