লোকারণ্য চিড়িয়াখানা [ছবি]
৪ মে ২০২২ ২১:৩৫
ইদুল ফিতরের পরদিন। দীর্ঘ দুই বছর পর ইদ উদযাপনের সুযোগ পেয়ে তাই মানুষের ঢল নেমেছে বিনোদনকেন্দ্রগুলোতে। একই চিত্র দেখা গেল মিরপুরে জাতীয় চিড়িয়াখানাতেও। চিড়িয়াখানার প্রায় এক কিলোমিটার দূর থেকেই শুরু হয়েছে প্রবেশের লাইন। ভেতরেও প্রতিটি খাঁচার সামনেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। ছেলে-বুড়ো কোনো বয়সী মানুষেরই অনুপস্থিতি নেই।
প্রচণ্ড ভিড় হলেও অবশ্য দর্শনার্থীরা বলছেন, আগের তুলনায় চিড়িয়াখানার পরিস্থিতি অনেক ভালো। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ করার ফল লক্ষ্যণীয়। তবু ব্যবস্থাপনা আরেকটু ভালো হতে পারত। চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য বলছে, তারা যথেষ্ট প্রস্তুতিই নিয়েছেন। তবে এবারের ভিড়টা একটু বেশিই। সপ্তাহজুড়েই এমন চিত্র থাকবে, এমনটিই আশা করছেন তারা।