Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশ রানেই শ্রীলংকার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২২:১০ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২২:১৯

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলংকা। তবে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে লংকানদের বেশ চেপে ধরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়া লিটন কুমার দাসের দল বোলিংয়ে ৩০ রানেই শ্রীলংকার ৪ উইকেট তুলে নিয়েছে।

শ্রীলংকার যে চারজন ব্যাটার আউট হয়েছেন একজনও দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। ব্যাট করছেন পাথুম নিশাঙ্কা ও দুশুন শানাকা।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৭ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই শ্রীলংকাকে ভোগাচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট। ইনিংসের দ্বিতীয় ওভারে শামীম হোসেন পাটোয়ারীর সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন ফর্মে থাকা কুশল মেন্ডিস (৮)।

বিজ্ঞাপন

পরের ওভারে কুশল পেরেরাকে (০) ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল ইসলাম। পঞ্চম ওভারে শরিফুলের বলেই রিশাদ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন অভিষ্কা ফার্নান্দো (২)।

পাওয়ার প্লের শেষ ওভারে সাইফুদ্দিনের বলে ফেরেন অধিনায়ক চারিথ আশালাঙ্কা (৫)। শ্রীলংকার স্কোর তখন মাত্র ৩০ রানে ৪ উইকেট। তারপর থেকে শ্রীলংকাকে টানার চেষ্টা করে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা ও দাশুন শানাকা।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর