Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির ৪৬ কোটি টাকা দাবি প্রসঙ্গে যা বললেন চিটাগং কিংস কর্ণধার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০২:৫২

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছিল বিতর্কে ভরা। বিতর্ক সবচেয়ে বেশি হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের দুই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। জানা গেছে, কিছুদিন আগে বকেয়া ৪৬ কোটি টাকা চেয়ে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে কথা বলেছেন সামির কাদের।

বিসিবির টাকা যে অঙ্ক দেখিয়েছে সেটা ভুল, বলেছেন তিনি। বিসিবির সঙ্গে আলোচনা কর বিষয়টি নিষ্পত্তি করা হবে বলেছেন তিনি। সেই এটিও বলেছেন, ভবিষ্যতে বিপিএলের দল নিতে আগ্রহী তিনি।

গণমাধ্যমকে সামির কাদের চৌধুরী বলেন, ‘আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। উনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে।’

বিজ্ঞাপন

আলোচনায় বসতে চাওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সামির বলেন, ‘এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছেই যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।’

বিসিবি’র আইনি নোটিশে বলা হয়েছে সামির কাদির চৌধুরীর কাছে ৪৬ কোটি টাকা বকেয়া বিসিবির। তবে অঙ্কটা এমন নয় বলে দাবি করেছেন সামির কাদের চৌধুরী।

তিনি বলেন, ‘মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকা। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তোবা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। আমার কাছেও নেই। আমি একবার নয়, বহুবার জানিয়েছি। বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি… আমি কেন বলছি তা হলো—যখন আমি জানিয়েছি, তখন দুর্ভাগ্যজনকভাবে তাদের জন্য, আর দুর্ভাগ্যজনকভাবে আমার জন্যও, বিষয়টি তাদের জানা ছিল না। তারা বিষয়টি জানতই না। তো এখন অজান্তেই আমাকে ৪৬ কোটি টাকার একটি নোটিশ দিয়ে দিয়েছে।’

সামির কাদের আরও বলছেন, ‘আমি নোটিশটা পেয়েছি প্রায় মাসখানেক হয়েছে। আজকে মাসখানেক হয়েছে। তো আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা। কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল