Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ০৯:৫৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০৯:৫৯

জিম্বাবুয়ে থেকে ত্রিদেশীয় সিরিজ জিতে সবে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর মধ্যেই আবার খবর, ইংল্যান্ড সফরে যাচ্ছেন বাংলাদেশি যুবারা। ইংল্যান্ডের গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হক তামিমের দল।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়ানোর কথা সেই সিরিজ। ৩১ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। জানা গেছে, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৫ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে- ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। তার আগে ৩ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

কদিন আগে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে ওই সিরিজের তৃতীয় দল ছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়াদের দুবার হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর