Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিংয়ে উজ্জ্বল সাকিব ব্যাটিংয়ে ফের বিবর্ণ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৩:৪৯

ব্যাটিংটা কেন পারছেন না সাকিব আল হাসান! অনেকদিন বাংলাদেশ দলের বাহিরে থাকলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলতে দেখা যাচ্ছে তাকে। তাতে বোলিংটা বেশি ভালোই করছেন কিন্তু ব্যাটিংটা যেন হচ্ছেই না সাকিবের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও ব্যাট হাতে ব্যর্থ হলেন সাকিব।

১১ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২৫ রান করে গত ম্যাাচের ম্যাচ সেরা হয়েছিলেন। এই ২৫ রানের ইনিংসটা বাদ দিলে সিপিএলে এখন পর্যন্ত খেলা বাকি সব ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ সাকিব। আজও যেমন ১৪ বল খেলে আউট হয়েছেন ১৩ রান করে। তবে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন আজও।

উইকেট অবশ্য বেশি পাননি। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে সাকিব আজ উইকেট নিয়েছেন ১টি। তবে ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ২৫টি। সিপিএলের এবারের আসরে এই প্রথম নিজের কোটার চার ওভার বোলিং শেষ করতে পারলেন সাকিব।

বিজ্ঞাপন

সাকিবের এমন দিনে হেরেছে তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল অ্যান্টিগা। ইমাদ ওয়াসিম ২৫ বলে ২৭ রান করেছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ২২ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।

পরে বোলিং করতে নেমে সাকিব শুরুতেই উইকেট এনে দেন অ্যান্টিগাকে। ত্রিনবাগোর অধিনায়ক কলিন মুনরোকে ফেরান ইনিংসের চতুর্থ ওভারে। তবে কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিতে সেই ধাক্কাটা বুঝতেই পারেনি ত্রিনবাগো।

হেলসির ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি ও কার্টির দারুণ এক ইনিংসে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে ত্রিনবাগো। হেলস ৪৬ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। কেসি কার্টি আউট হয়েছেন ৪৫ বলে ৬০ রান করে।

এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে সাকিবের অ্যান্টিগা পয়েন্ট টেবিলের শীর্ষে । অবশ্য বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর