Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার লিগে খেলবেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২২:২১

অনেকদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাহিরে থাকলেও বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। কানাডায় শুরু হতে যাচ্ছে নতুন টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি লিগ’, সেখানে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

আগামী ৮ অক্টোবর থেকে মাঠে গড়ানো এই ছয় দলের টুর্নামেন্টে সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে। ইতোমধ্যে দলগুলোর স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সাকিব ছাড়াও এই লিগে খেলবেন আন্তর্জাতিক তারকা ডেভিড মালান, কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, সিকান্দার রাজা, পিযুষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজরা।

বিজ্ঞাপন

এর আগেও কানাডার আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘গ্লোবাল টি-টোয়েন্টি’তে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব। এবারও তিনি একই দলের হয়ে খেলবেন। সাকিবের দলে আছেন টম মুরস, জশ ব্রাউন, নিক হবসন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো পরিচিত ক্রিকেটাররা।

বর্তমানে সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। এর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছেন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও খেলবেন বলে জানা গেছে। তবে জাতীয় দলে দীর্ঘদিনের অনুপস্থিত সাকিবের দ্রুত ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

মন্ট্রিয়েল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং ও পাডাম জোশি।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর