Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে সাকিব-তামিম-মুশফিককে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২২:৪৯

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ- বাংলাদেশের জার্সি গায়ে দীর্ঘ দেড় যুগ খেলেছেন এই পাঁচজন ক্রিকেটার। ক্রিকেটে দেশের যতো রেকর্ড প্রায় সবই এই পাঁচজনের দখলে। তবে একটা জায়গায় মোস্তাফিজুর রহমান ছাড়িয়ে গেলেন সাকিব-তামিমদের।

টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড একটা মোস্তাফিজের। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে ৪ ওভার বোলিং করে ১টা উইকেট পেলেও মোস্তাফিজ খরচ করেছেন মাত্র ১৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোস্তাফিজের এটা ৫৩তম জয়। টি-টোয়েন্টিতে দেশের হয়ে যা সর্বোচ্চ জয়ের রেকর্ড।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ১১২ ম্যাচ খেলা মোস্তাফিজের জয় ৫৩টি, হার ৫৭। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত। সাকিব আল হাসান ১২৯ ম্যাচ খেলে জিতেছে ৫২ ম্যাচ, পরাজয় ৭৫ ম্যাচ। লিটন দাস ও মাহমুদউল্লাহর জয় সমান ৪৯টি করে। বাংলাদেশের জার্সিতে মুশফিকুর রহিমের জয় ৩৭টি, আর তামিম ইকবালের ২৩টি।

সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। ১৫৯ ম্যাচ খেলে ১০৯ ম্যাচ জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক। পাকিস্তানের শোায়েব মালিক ৮৬ জয় নিয়ে দুই নম্বরে। সেরা পাঁচে যথাক্রমে- বিরাট কোহলি ৮২ জয়, হার্দিক পান্ডিয়া ৮১ জয়, আফগানিস্তানের মোহাম্মদ নবী ৮০ জয়।

সব ধরনের টি-টোয়েন্টির হিসেবে সবচেয়ে বেশি জয় কাইরেন পোলার্ডের। ৭১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮৭ ম্যাচ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান সবার ওপরে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সব মিলিয়ে ৪৫৮ ম্যাচ খেলে সাকিবের জয় ২৩৫টি।

সারাবাংলা/এসএইচএস

মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর