Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিক্সিংয়ের শাস্তি নিশ্চিতে বিসিবির আরেক কমিটি গঠন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ উঠার পর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটির কাছ থেকে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর নতুন আর একটি কমিটি গঠন করেছে বিসিবি। অভিযুক্তদের কী পরিমান এবং কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা নির্ধারণ করতেই নতুন কমিটি।

জানা গেছে, প্রাথমিক রিপোর্টে বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কয়েকজন ক্রিকেটারকে আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিসিবি চাইছে আরও একটি কমিটির মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণাদি যাচাই এবং তাদের শাস্তি নিশ্চিত করতে। প্রক্রিয়াটি দ্রুত করার পক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটি তদন্ত রিপোর্ট পেয়েছি। আমাদের যে তদন্ত দল ছিল, একজন বিচারপতি ছিলেন, একজন ব্যারিস্টার ও একজন সাবেক ক্রিকেটার, তারা আমাদের কাছে রিপোর্টের সারাংশ জমা দিয়েছেন। সারাংশে বেশ কিছু জিনিস আছে, যেগুলো আমাদেরকে অনেক চিন্তায় ফেলে দিয়েছে। এটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা কমিটি করেছি, কারণ আমরা কেউ বিশেষজ্ঞ নই। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

‘এখানে সন্দেহ বলে কিছু নেই। একেবারে জমাট প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে নিয়ে কিছু বলা যাবে না। এটার আমি বিশেষজ্ঞও নই। এজন্যই আমরা কমিটি করে দিয়েছি। তারা খুব শিগগিরই একটি রিপোর্ট দেবে, যে রিপোর্টের প্রেক্ষিতে আমরা অ্যাকশনে যেতে পারব।’- বলেছেন বিসিবি প্রধান।

আইনি প্রক্রিয়া মেনে এগুতে চান বলেই নতুন কমিটি গঠন, বলেছেন আমিনুল ইসলাম, ‘প্রমাণ বলতে বোঝাচ্ছি… আমাদের কাছে প্রমাণ কিছু আছে, রিপোর্ট আছে, অনুসন্ধানের ফল আছে কিছু। কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার, সেই প্রক্রিয়ায় আমরা আসতে যাচ্ছি। এখানে একটাই আইনি প্রক্রিয়া সম্পৃক্ত যে, কোনো ভুল করা যাবে না।’

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর