Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কণ্ঠশিল্পী আসিফসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২০:০৭

শেষ সময়ে এসে চরম নাটকীয়তায় পৌছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সরকারের একটা পক্ষের হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৫জন। এতো সংখ্যাক প্রার্থির হঠাৎ নাম প্রত্যাহারে বড় প্রভাব পরেছে নির্বাচনে।

এদিকে, তামিম ইকবালের প্যানেলের প্রার্থিতা প্রত্যাহারে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পথে কণ্ঠশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।

আজ যে কয়জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাদের একজন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনীত মীর হেলাল উদ্দিন। চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হবেন মোট দুই জন। প্রার্থী হয়েছিলেন তিনজন- আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী ও মীর হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

তিনজনের মধ্যে মীর হেলাল উদ্দিন নাম প্রত্যাহার করে নেওয়াতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হতে যাচ্ছেন আসিফ ও আহসান ইকবাল চৌধুরী।

বিসিবি নির্বাচনের গত তিন মেয়াদে এই বিভাগ থেকে পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।

গতকাল রাত থেকেই শোনা যাচ্ছিল, আজ প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন তামিম। সকালে হয়েছেও সেটা।

যে ১৫জন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন-

ক্যাটাগরি ১

মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)
তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি ২

তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)
মাসুদুজ্জামান (মোহামেডান)
সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
অসিফ রাব্বানী (শাইনপুকুর)
ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
ফাহিম সিনহা (সুর্যতরুণ)
সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)
ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

ক্যাটাগরি ৩

সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর