বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৫জন হেভিওয়েট প্রার্থী। এদিকে গতকাল প্রার্থিতা প্রত্যাহারের পর আজ নির্বাচন পেছানোর প্রস্তাব উঠল। প্রার্থিতা প্রত্যাহার করাদের একজন রফিকুল ইসলাম বাবু তুলেছেন এমন প্রস্তাব।
গতকাল যে ১৫জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তাদের দুজন রফিকুল ইসলাম ও মির্জা ইয়াসির আব্বাস আজ এসেছিলেন বিসিবিতে। সরকারি ছুটির দিনে বিসিবি কার্যালয় আজ অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল। ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে দেখা করতে চেয়ে পারেননি। ছুটির দিনে সুজনকে বিসিবিতে দেখাই যায়নি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন পেছানোসহ তিন প্রস্তাব তোলেন রফিকুল ইসলাম। তিনটি প্রস্তাবের মধ্যে আছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন, নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ করা।
রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখন যে ভোটের তারিখ আছে সেটাকে নিয়ম-নীতির মধ্য দিয়ে পিছিয়ে বিষয়টার সমাধান করা যেতে পারে। রিশিডিউল (পুনঃসূচি) করলে যারা যোগ্য আছেন কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা এখানে আসতে পারবেন। তারা কাউন্সিলরশিপ বা মনোনয়ন দাখিলের একটা সুযোগ পাবেন।’
অ্যাডহক কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি, ‘আমি জানি না এটা সম্ভব কি না, তবে অ্যাডহক কমিটি করেও কিছুদিন চালানো যেতে পারে। ক্রিকেটের স্বার্থে সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য সেটা আমরা করতে পারি। এই দাবিগুলোই আমরা আমাদের অভিভাবক ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। তিনি একটি যথাযথ সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’