Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইনেল বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২৩:৫৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৪:০৩

সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য কমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

গত রোববার ও সোমবার আয়োজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। তবে জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নে আয়োজিত এই কনফারেন্স ছিল অব্যবস্থাপনায় ভড়া। সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও পরে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে আয়োজন বয়কট করে ফিরে আসেন সাংবাদিকরা। আজ সেই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থণা করেছেন আমিনুল ইসলাম।

বুধবার (১২ নভেম্বর) ভিডিও বার্তায় সবার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘গত দশই নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও অনুষ্ঠান শেষ হতে কিছুটা সময় লেগে গিয়েছিল, যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে যথাযথ সম্মান জানানো হয়নি, এবং আমন্ত্রণ জানানোর পরেও আমন্ত্রণ রক্ষা করার যে সৌজন্যতা আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার কাজ ছিল, তাতে আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

বিজ্ঞাপন

এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত করার কথাও জানান বুলবুল, ‘তবে এটাও আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন বিভাগের কারণে এই ব্যর্থতাটি এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আপনারা এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার। ভুল আমরা করেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল যেন আর না হয়।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর