আবুধাবির টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। নর্দান ওয়ারিয়র্স দলে নিয়েছে তাসকিনকে।
রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদশি পেসারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে নর্দান ওয়ারিয়র্স। তাসকিন সেই পোস্টটি শেয়ার করেছেন।
এ নিয়ে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টেন লিগে দল পেলেন তাসকিন। এর আগে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে সাকিবকে দলে ভিড়িয়েছে তারা।
পরে ‘বি’ ক্যাটাগরি থেকে তরুণ ওপেনার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ‘সি’ ক্যাটাগরিতে দল পেয়েছিলেন পেসার নাহিদ রানাও। ভিস্তা রাইডার্স দলে ভিড়িয়েছিলেন রানাকে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দেয়নি নাহিদ রানাকে। ফলে তার খেলা হচ্ছে না এবারের আসরে।
আটটি দল নিয়ে এবারের আবুধাবি টি-টেন লিগ শুরু ১৮ নভেম্বর। টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩০ নভেম্বর।