Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের নিলাম। নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তবে তালিকায় নেই সাকিব আল হাসানের নাম।

এবারের আইপিএল নিলামে অংশ নিতে মোট ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাছাই পকরে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন, ১১০ জন বিদেশি। সেই ১১০ বিদেশির মধ্যে জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার।

নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ৭ ক্রিকেটা হলেন- স্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় নাম থাকলেও পরে বাছাইয়ে বাদ পরেছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের। আইপিএলে ৬০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। স্পিনার রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তুরুণ স্পিনার রাকিবুল ইসলামের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

এবারের মিনি আইপিএলে দলগুলো কিনবে সব মিলিয়ে ৭৭ জন ক্রিকেটার। তার মধ্যে ৩১ জন বিদেশি। কোনো বাংলাদেশি সেখানে জায়গা করে নিতে পারেন কিনা সেটা সময়ই বলে দিবে। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ৩টায় অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।

এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করার সুযোগ আছে কলকাতা নাইট রাইডার্সের। ৬৪ কোটি ৩০ লাখ রুপি আছে দলটির হাতে। এখনো তারা ৬জন বিদেশিসহ ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

কেমন গেল রিশাদের বিগ ব্যাশ মিশন?
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর