টানা তিন ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু আজ চতুর্থ ম্যাচ খেলতে নেমে দাঁড়াতেই পারল না দলটি। সিলেট টাইটান্সের স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে স্রেফ উড়ে গেছে দলটি।
আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৬১ রানে গুটিয়ে গেছে নোয়াখালী। নাসুম মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পরে ম্যাচটা জিততে অবশ্য ৪ উইকেট হারিয়েছে সিলেট।
সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিজেরা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। কিন্তু ব্যাটিংটা যে এমন হবে নোয়াখালীর নতুন অধিনায়ক হায়দার আলী নিশ্চয় ভাবেননি!
নোয়াখালীর সর্বনাশের শুরুটা ওই নাসুমকে দিয়েই। ইনিংসের চতুর্থ ওভারে সৌম্য সরকারকে (৬ বলে ৫ রান) ফেরান নাসুম। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নোয়াখালী। মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ বলে ২৫ রান করেন। তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান করেছেন ১৮ রান।
এই দুজন ছাড়া নোয়াখালীর আর কেউই দুই অঙ্কের কোটা পেরুতে পারেনি। ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। নাসুম ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এটি। সেরা বোলিং সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।
পরে এই রানটা করতেই ৪ উইকেট হারিয়ে ফেলে সিলেট। দলীয় ১ রানের মাথায় পারভেজ হোসেন ইমনকে হারায় সিলেট। পরে আফগানিস্তানের স্পিনার জাহির খান সিলেটের আরও তিন উইকেট তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত নবম ওভারে গিয়ে জয় নিশ্চিত করেছে সিলেট।
ওপেনার তাওফিক খান মাত্র ১৮ বলে ৭টি চারের সাহায্যে ৩২ রান করে তাতে বড় অবদান রেখেছেন। ২৩ বলে ২৪ রান করেছেন জাকির হাসান। নোয়াখালীর হয়ে জাহির খান ৮ রান নিয়েছেন ৩ উইকেট।