Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
বিসিবির দুর্নীতি বিরোধী টিমের কার্যক্রমে ক্ষুব্ধ ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৩:৪০

নানান আলোচনা-সমালোচনায় এগিয়ে এবারের দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মৌসুম শুরুর আগে বিপিএলে ফিক্সিং সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, বিপিএলে কাজ করা বিসিবির অ্যান্ট করাপশন ইউনিটের (আকু) কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো টুর্নামেন্টের দল ঢাকা ক্যাপিটালস। আকু’র বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

জানা গেছে, ইন্টিগ্রিটির ব্যাপারে সম্প্রতি ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন আকু’র কর্মকর্তারা। কয়েক জনের ফোন চেক করার কথাও জানা গেছে। যে প্রক্রিয়ায় সেটি করা হয়েছে তা নিয়ে এর আগে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনও।

বিজ্ঞাপন

আতিক ফাহাদ বলেন, ‘আজকে সকালের একটা ঘটনা বলি। রহমানউল্লাহ গুরবাজ সারা রাত ঘুমাতে পারেনি। সকাল ৭–৮টার দিকে ঘুমিয়েছে। হঠাৎ কয়েকজন এসে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে, শুধু নক করে তাঁর রুমে ঢুকে গেছে। আমাকে গুরবাজ এসে বলছে, ‘হোয়াট ইজ দিস?’ সে দশ পনেরো মিনিট ধরে সংশয়ে ছিল যে কী হচ্ছে! কারণ তার কাঁচা ঘুম সে বুঝছিল না কী হচ্ছে। পরে জানা যায় তারা অ্যান্টি করাপশনের লোকজন। তারা গুরবাজের মোবাইল চেক করলো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলো।’

তিনি আরও বলেন, ‘আকুর লোকজন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এভাবে কি জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তান আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বললো অবশ্যই প্রথমে ম্যানেজারকে জানাতে হবে ম্যানেজার প্লেয়ারকে জানিয়ে সময় নিবে। এরপর খেলোয়াড় সময় দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে। এই যে একটা প্লেয়ারকে এভাবে রুমে গিয়ে আপনার আগে থেকে না জানিয়ে বিরক্ত করা এটা আইসিসিও সমর্থন করবে না। গুরবাজ আমাকে পরে বলছে যদি এই ধরনের পরিস্থিতি হলে তো আর এখানে খেলতে আসতে পারবে না।’

সংবাদ সম্মেলনে ঢাকা ক্যাপিটালসে খেলা জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানের সঙ্গে ঘটা একটা ঘটনার উদাহরণ দিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, ‘ম্যাচের মধ্যে যখন একটা ছেলে (সাইফ হাসান) প্যাড পরে আছে, তখন এসে তাকে চার্জ করে কীভাবে! খেলোয়াড় হিসেবে আমার ১৫–১৬ বছরের ক্যারিয়ারে এ রকম ঘটনা কখনো শুনিনি। পৃথিবীর কোথাও এমন হয় না।’

বিপিএলে এখন পর্যন্ত সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। ৬ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল। যাতে ছয় দলের প্রতিযোগিতায় ঢাকা এখন পাঁচ নম্বরে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর